জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের কাজের প্রতিচ্ছবি ছাড়াও বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন তিনি। আপাতত নতুন একটি মেয়ে খুঁজছেন এ নির্মাতা। তবে কী কারণে খুঁজছেন সেটি স্পষ্ট করে বলেননি।
রোববার (১২ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘ইনস্টার গ্রামে ঘুরতেছিলাম আজকের মেয়েদের দেখার জন্য। আরও সঠিক করে বললে, আমি আসলে একটা মেয়ে খুঁজছিলাম। তো মেয়েদের চোখের সঙ্গে কথা বলতে গিয়ে দেখি, বেশির ভাগ চোখ একভাবে তাকাচ্ছে, বেশির ভাগ হাসি একই রকম, বেশির ভাগ মুখও দেখি একই রকম!’
তিনি আরও লেখেন, ‘তোমার নিজের হাসিওয়ালা মেয়ে তুমি কোথায়, তোমার নিজের চোখওয়ালা মেয়েরা তোমরা কোথায়? আমি তো একটা বুনোফুল চোখ খুঁজতেছি, বুনোফুল মেয়ে খুঁজতেছি!’
ফারুকীর ওই পোস্টে আরেক তারকা নির্মাতা আদনান আল রাজীব মন্তব্য করেন, ‘ওগুলো টিকটকে পাবেন।’ তার জবাবে ফারুকী লিখেছেন, ‘সেখানেও একই অবস্থা! সবই একই রকম। টিকটকে বরং দেখি আরও প্লাস্টিক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।