Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home চল্লিশ হাজার ফুট উঁচুতে দেশের পতাকা মেলে ধরলেন যিনি
জাতীয়

চল্লিশ হাজার ফুট উঁচুতে দেশের পতাকা মেলে ধরলেন যিনি

Saiful IslamJune 11, 20243 Mins Read
Advertisement

সৈয়দ তাওসিফ মোনাওয়ার : পেশায় ব্যাংকার আশিক চৌধুরী সিঙ্গাপুরের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ফাইন্যান্স বিভাগে কর্মরত। তবে ব্যাংকার হলেও শখ ছিল আকাশে উড়বেন। যুক্তরাজ্যে এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর হয়ে ওঠেন লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট পাইলট। কিন্তু বিমানে চড়েও নয়, তিনি যে উড়তে চেয়েছেন পাখির মতো করে! তাই সবশেষে থাই স্কাই অ্যাডভেঞ্চার নামক একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অর্জন করেন স্কাইডাইভারের লাইসেন্স। বলা হয়েছিল, এই লাইসেন্স দেখিয়ে অন্যের সহযোগিতা ছাড়া বিশ্বের যেকোনো দেশে স্কাইডাইভিং করতে পারবেন আশিক। সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছেন বাংলাদেশি এই তরুণ। বিমান চলাচলের সর্বোচ্চ উচ্চতা থেকে উঁচুতে ওঠে ঝাঁপ দিয়ে আকাশে মেলে ধরেছেন দেশের পতাকা। ভেঙেছেন দুটি বিশ্ব রেকর্ড। এবার তিনি নাম লেখাতে চলেছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

Ashik

গত মে মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের মেমফিসে বিমান থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান আশিক। ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী, ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দেন তিনি। ৩৭ হাজার ২৯৭ ফুট উচ্চতায় নেমে এসে বাংলাদেশের জাতীয় পতাকা মেলে ধরেন। এরপর ২ মিনিট ৫০ সেকেন্ড পতাকা ধরে রাখেন। মাটি থেকে প্রায় পাঁচ হাজার ফুট উঁচুতে থাকা অবস্থায় ভূমিতে অবতরণের জন্য প্যারাসুট খোলেন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লংগেস্ট আউটডোর ফ্ল্যাট ফ্রিফল’ এবং ‘গ্রেটেস্ট ডিসটেনস ফ্রিফল উইথ আ ব্যানার অর ফ্ল্যাগ’ নামক দুটি রেকর্ডের ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আশিক। শিগগিরই তিনি আবেদন করবেন বলে জানা গেছে।

আশিক চৌধুরী

বিভিন্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক উড়োজাহাজ সাধারণত ৩৫ হাজার ফুটের নিচ দিয়ে চলাচল করে। এর ওপরে উঠতে দরকার হয় বিশেষ ধরনের বিমান। মেমফিসের উইংস ফিল্ড ঘাটি থেকে পাইপার শাইয়ান টার্বো ৪০০ এলএস বিমানে চড়ে আশিক রেকর্ড গড়ার প্রচেষ্টা চালিয়েছেন। ওই অঞ্চলের আবহাওয়াও এধরনের অ্যাডভেঞ্চারের জন্য অনুকূলে থাকে।

গত ২৫ মে ভোরে মেমফিসে বিমানঘাঁটিতে পৌঁছান আশিক চৌধুরী। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় বিমান থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে এক ঘণ্টা আকাশে উড়ে শরীর থেকে সব নাইট্রোজেন অপসারণের জন্য অক্সিজেন মাস্ক পরে বসে থাকতে হয় তাঁকে। এরপর তিনি বিমান থেকে লাফ দেন। ঝাঁপ দেওয়ার ২০ সেকেন্ডের মধ্যে তাঁর নেমে আসার গতি বা ভার্টিক্যাল স্পিড দাঁড়িয়েছিল ঘন্টায় ৩১৪ কিলোমিটার।

বিমানঘাঁটিতে পতাকা হাতে আশিক চৌধুরী

যশোরে জন্ম ও বেড়ে ওঠা আশিকের মাথায় আকাশে ওড়ার স্বপ্ন আসে মূলত বিমানবাহিনীর পাইলট বাবার কাছ থেকে। আশিকের বাবা এয়ার কমোডর (অব.) একেএম হারুন চৌধুরী সিভিল এভিয়েশনের অথোরিটির সাবেক চেয়ারম্যান। ছেলের সাফল্যে তিনি গর্বিত। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৫০বার স্কাইডাইভিং করেছেন আশিক। বাবার পাশাপাশি মা মাহমুদা পারভীনও তাঁকে সবসময় উৎসাহ যুগিয়েছেন। মামা ড. এটিএম তারিকুজ্জামানও প্রেরণা হয়ে পাশে ছিলেন।

আশিক চৌধুরী বলেন, ‘আকাশে বিমান থেকে ঝাঁপ দিয়ে নামার সময় পাখির চোখে পৃথিবীকে দেখার মতো মুক্ত এক অনুভূতি কাজ করে। এর আগে বিশ্বে আরও কয়েকজন এমন উচ্চতা বা আরও খানিকটা বেশি উচ্চতা থেকে স্কাইডাইভিং করেছেন। কিন্তু দেশের পতাকা সঙ্গে নিয়ে এটিই প্রথম। ৪১ হাজার ফুট থেকে নেমে আসতে নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হয়। সফলভাবে এই অভিযান শেষ করতে পেরে খুব নির্ভার লাগছে, দেশের জন্য বড় দুটি বিশ্বরেকর্ডে নাম লেখাতে পারব বলে আশা রাখছি।’ আশিকের এই দুঃসাহসী যাত্রায় স্পন্সর হিসেবে সঙ্গে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় উঁচুতে চল্লিশ দেশের ধরলেন পতাকা ফুট মেলে যিনি হাজার
Related Posts
Faisal

শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

December 21, 2025
পবিত্র শবে মিরাজ

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

December 21, 2025
দুদক কমিশনার

দুর্নীতিগ্রস্ত লোক সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন : দুদক কমিশনার

December 21, 2025
Latest News
Faisal

শুটার ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

পবিত্র শবে মিরাজ

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

দুদক কমিশনার

দুর্নীতিগ্রস্ত লোক সংসদে পাঠিয়ে ভালো সরকার কেন আশা করেন : দুদক কমিশনার

ট্রেনে টিকিটবিহীন ভ্রমণ

বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি আদায়

পররাষ্ট্র উপদেষ্টা

চরমপন্থিরা নিরাপদ এলাকায় আসতে পারবে কেন : পররাষ্ট্র উপদেষ্টা

গ্রেপ্তার সেই হান্নানের জামিন

হাদি হত্যাকাণ্ড: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

High Commission

বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটনার যে ব্যাখ্যা দিলো ভারত

এনবিআর চেয়ারম্যান

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য : এনবিআর চেয়ারম্যান

Cold

শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

মা‌র্কিন নাগ‌রিক

তারেক রহমানের ফেরার দিনে মা‌র্কিন নাগ‌রিকদের জন্য দূতাবাসের নির্দেশনা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.