স্পোর্টস ডেস্ক : বুধবার ইংল্যান্ডের দ্য ওভালে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হবে ক্রিকেট পরাশক্তি দুই দেশ ভারত-অস্ট্রেলিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের আসরের ফাইনালেও খেলেছিল ভারত। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত।
এবারও শিরোপার লড়াইয়ে ভারত। দলকে এবার নেতৃত্ব দেবেন তারকা ওপেনার রোহিত শর্মা।
প্রশ্ন উঠেছে ফাইনাল ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত বা ড্র হয় তাহলে শিরোপা জিতবে কে? ভারত না অস্ট্রেলিয়া।
ফাইনালের সময় বৃষ্টি হলে আম্পায়াররা পরের দিন ম্যাচ করার সময় পাবেন। রিজার্ভ ডে ব্যবহার হবে। শুধুমাত্র হারানো সময়কে মেক আপ দেওয়ার জন্য। রিজার্ভ ডেতে একটি নির্দিষ্ট ওভার খেলা হবে।
ফাইনালের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় স্থানে। আইসিসির নিয়ম অনুযায়ী ফাইনাল ড্র হলে দুই দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
ফাইনালের মাঝে যদি বৃষ্টি বাধা হয় তার জন্য ষষ্ঠ দিন রাখা রয়েছে। গত বারও এই নিয়ম ছিল। এক দিনের বৃষ্টির জন্য খেলা না হওয়ায় ষষ্ঠ দিনে খেলা হয়েছিল।
এবারও সেই নিয়ম। বৃষ্টিতে পুরো ম্যাচ ভেস্তে গেলে দুই দল যুগ্মচ্যাম্পিয়ন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।