বিনোদন ডেস্ক : বর্তমানে বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন জুবিন নওটিয়াল। তার সুরের জাদুতে মুগ্ধ করেছেন আপামর ভারতবাসীকে। বলিউডের নতুন প্রজন্মের গায়কদের মধ্যে তার জনপ্রিয়তা তর্কাতীত। তবে সফলতার শিখরে পৌঁছাতে গেলে যেমন প্রত্যেকেই কোথাও না কোথাও বাধা অতিক্রম করে যেতে হয় তেমনই ব্যতিক্রম নন তিনিও। তৎকালীন জনপ্রিয় রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর’ থেকে প্রত্যাখিত হন জুবিন।
প্রসঙ্গত, গতকাল ১৪ ছিলো জুবিন নওটিয়ালের জন্মদিন। জীবনের ৩২ টি বসন্ত পার করে ৩৩ এ পা দিয়েছেন তিনি। তার শান্ত স্বভাব এবং মাতাল করা সুরের মূর্ছনার দিওয়ানা হয়নি এমন মানুষ এই ভারতে বিরল। তবে ‘কবীর সিং’ ছবি খ্যাত এই গায়কের এই সফলতা দুম করে চলে আসেনি। এই জায়গায় পৌঁছানোর জন্য তাকে করতে হয়েছে প্রচুর পরিশ্রম। এমনকি জেনে অবাক হবেন জুবিন নওটিয়ালকেও পড়তে হয়েছিলো রিজেকশনের মুখে। একবার ‘এক্স ফ্যাক্টর’ নামক একটি রিয়েলিটি শো’তে অডিশন দেন তিনি। সেই সময় শো’তে বিচারকের আসনে ছিলেন সঙ্গীত সাম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম।
জেনে অবাক হবেন আজ যে জুবিনের কণ্ঠে পাগল গোটা দেশবাসী সেই গায়কেকেই রিজেক্ট করেছিলেন সোনু নিগম। তবে সেই সময় সহায় হয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তাঁর নির্দেশে শো’তে জায়গা পান তিনি। তবে খুব বেশিদিন শো’তে টিকতে পারেননি তিনি। কয়েকটি পর্বের পরই শো থেকে আউট হয়ে যান জুবিন। এমতাবস্থায় ২০০৮ সালে একটি শো’তে অতিথি বিচারক হয়ে এসেছিলেন এ আর রহমান। জুবিন সেইসময় কোনোরকম পড়িমড়ি করে ছুটেছিলেন তার সাথে দেখা করতে।
এই প্রসঙ্গে জুবিন তার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এ আর রহমান সেইদিন তাকে এমন কিছু কথা বলেছিলেন যা বদলে দিয়েছিলো তার পুরো জীবন। ঐদিন জুবিনের গান শুনে রহমান বলেন, ‘তোমার গলার স্বর অন্যদের থেকে বেশ আলাদা। তবে ধৈর্য্য ধরতে হবে। আরও একটু বয়স বাড়ুক তোমার,গলা আরও একটু ভারি হোক। সুতরাং আরও ২-৩ বছর অপেক্ষা করো।’ অস্কারজয়ী এই গায়কের কথা বেদবাক্য হিসেবে মেনে চলেন তিনি। আর তার ফলাফল আজ সকলের সামনে। এযাবৎ ‘লুট গায়ে’, ‘রাতে লম্বিয়ান’ এর মতো সুপারহিট গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।