সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বারাহিরচর-কৃষ্ণপুর-গুজুরী উচ্চ বিদ্যালয়ে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বারাহিরচর-কৃষ্ণপুর-গুজুরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খালেদ মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বারাহিরচর-কৃষ্ণপুর-গুজুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল হামিদ (চান্দু দারোগা), জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মাস্টার, প্রধান শিক্ষক প্রবীর কুমার মণ্ডল, আব্দুল মান্নান দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন ডেঙ্গু প্রতিরোধ, মশক নিধন, বাল্য বিবাহ নিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, গর্ভবতী মায়েদের সেবা, শিশুদের যত্ন, যৌতুক নিরোধসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ সরকারের ভিশন-৪১ বাস্তবায়নে ও স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় স্থানীয় শতাধিক নারী ও বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গন ও আশপাশের এলাকায় বৃক্ষরোপন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।