সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাদ পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক দেওয়ান (৪৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক সদর উপজেলার পাছবারইল গ্রামের আশকর দেওয়ানের ছেলে।
কলেজ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খালেক দেওয়ান ও তাঁর ভাই হেকমতসহ চারজন শ্রমিক গত দেড় মাস ধরে দৈনিক মজুরিভিত্তিতে কলেজ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। ঘটনার দিন কলেজের প্রশাসনিক ভবনের ছাদ পরিষ্কারের নির্দেশ দেন অধ্যক্ষ মো. শহীদুজ্জামান।
কর্মরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করেনি কলেজ কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ছাদে পরিষ্কার কাজ চলছিল। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল খালেক। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই হেকমত বলেন, ‘আমরা কাজ করছিলাম, হঠাৎ দেখি ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গেছে। অনেক চিৎকার করে সবাইকে ডাকি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে ভাই আর নেই।’
দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ খালেকের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মামলা না করার অনুরোধ জানায় বলে দাবি করেছেন স্বজনরা।
এ বিষয়ে দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান বলেন, ‘খালেকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা পরিবারকে আর্থিক সহায়তা ও একজন সদস্যকে চাকরি দেওয়ার চেষ্টা করব।’
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছে। এডিএম স্যারের অনুমতি পেলে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।