সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন সাত তলা ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম মো. হারুন হোসেন (৩২)। তিনি ভোলার লালমোহন উপজেলার হাজীগঞ্জ গ্রামের আমির হোসেনের ছেলে।
জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের সপ্তম তলা থেকে নীচে পড়ে যাওয়ার পর হারুনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠিকাদার সালাউদ্দিন সরকার জানান, নিহত হারুন সম্পর্কে আমার ফুপাতো ভাই। প্রায় ছয় মাস ধরে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন এই ভবনে ফোরম্যান হিসেবে কাজ করতো সে। মালিকপক্ষকে বার বার নিরাপত্তা ব্যবস্থা করার পরও তারা সে ব্যবস্থা করেনি।
আরেক শ্রমিক জানান, বাড়িতে হারুনের মা-বাবা, স্ত্রী ও সাত বছর বয়সী একিটি মেয়ে শিশু রয়েছে। ভবনটিতে কাজ করার জন্য কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। ঝুুঁকি নিয়েই কাজ করতে হয় এখানে।
এদিকে, পুলিশ হাউজিং সোসাইটির কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ঠিকাদারকে পুরো কাজের দায়িত্ব দেয়া হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্বও তার।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন বলেন, নিহত শ্রমিককে যেন শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা করা হয় সে বিষয়ে মালিক পক্ষকে নোটিশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।