টেকসই বাড়ি নির্মাণে সচেতনতা তৈরির লক্ষ্যে কর্মশালা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে টেকসই বাড়ি নির্মাণে সচেতনতা তৈরির লক্ষ্যে ‘জেনে গড়ি নিজের বাড়ি’ প্রতিপাদ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এ কর্মশালা শুরু হয়ে রাত দশটায় শেষ হয়।

জনপ্রিয় সিমেন্ট প্রস্ততকারী প্রতিষ্ঠান সেভেন রিংস এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হোসেন মোহাম্মদ শাহীন।

অনুষ্ঠানে সেভেন রিংস সিমেন্ট কোম্পানীর জেনারেল ম্যানেজার সৈয়দ মনিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার এ. এইচ. এম তৌহিদুর রহমান, সিনিয়র ম্যানেজার শাওন, রিজিওনাল সেলস ম্যানেজার এম এ কাদির, টেরিটরি সেলস অফিসার শাহীন আলম, মানিকগঞ্জের দেড়শ ভবন মালিক, বিভিন্ন হাউজিং কোম্পানীর ইঞ্জিনিয়ার ও সেভেন রিংস সিমেন্ট এর মানিকগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটর গোপাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলকে পুরষ্কার বিতরণ করা হয়।

Powered by atecplugins.com