জুমবাংলা ডেস্ক : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার চাঁদা না দেওয়ায় নরসিংদী রেলওয়ে কর্মকর্তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে এই নেতার বিরুদ্ধে। এ নিয়ে নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন রেলের স্টেশনমাস্টার এটিএম মুছা।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মাহমুদুল হাসান চৌধুরী (সুমন) ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে।
অভিযোগে আরও বলা হয়, সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে ‘একদল সন্ত্রাসী’ স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এসময় তারা বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সুমনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে যোগাযোগ না রাখার অনুরোধও জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।