শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত ফাতেমা চাঁদপুর শহরের মাদ্রাসা রোড এলাকার মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ফাতেমা শুক্রবার রাত ৮টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। তখনি কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। ভর্তির মাত্র দেড় ঘন্টা পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত মহিলা করোনায় আক্রান্ত ছিলেন কিনা সেটি রিপোর্ট আসলে জানা যাবে।
তবে তার মধ্যে করোনার উপসর্গ বিদ্যমান ছিলো বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় আইসোলেশন ওয়ার্ডে ভর্তি অন্যান্য রোগীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।