ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই কঠোর হচ্ছে নির্বাচনী তদারকি। আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই সারা দেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এর পরদিন থেকেই শুরু হচ্ছে আচরণবিধি তদারকি। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে একটি চিঠি পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে চলছে। আচরণবিধি প্রতিপালন ও শৃঙ্খলা বজায় রাখতে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইনের আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে মোতায়েন রাখতে হবে।
চিঠিতে আরও নির্দেশনা দেওয়া হয়েছে—প্রতি উপজেলা ও থানায় ন্যূনতম দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।
নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি ভঙ্গ রোধে এই অভিযান পুরো সময়জুড়ে চলবে বলে জানিয়েছে ইসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



