জুমবাংলা ডেস্ক: রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আর তাই আজ ১৮ সেপ্টেম্বর (সোমবার) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, তা জেনে নিতে পারেন।
তো আর দেরি নয়; এবার চলুন জেনে নিই- আজ ১৮ সেপ্টেম্বর, সোমবার কোথায় কী?
প্রধানমন্ত্রীর কর্মসূচি: কর্মসূচি-১: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল মি. টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়াসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। নিউইয়র্ক সময় বেলা ১২টা ১৫ মিনিট এবং ঢাকা সময় রাত ১০টা ১৫ মিনিটে জাতিসংঘ সদর দফতরের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি-২: UNIDO & DELOITTE আয়োজিত উচ্চস্তরের ‘Thought For Food Collaborating For Food Supply Chain Innovation to accelerate the SDG’s শীর্ষক সেমিনারে অংশগ্রহণ৷ নিউইয়র্কের রকফেলার সেন্টারে নিউইয়র্ক সময় বেলা ১২টা ৪৫ মিনিট এবং ঢাকা সময় রাত ১০টা ৪৫ মিনিটে এটি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি-৩: SDG Summit Leadres Dialogue-4 (Strengthening integrated policies and public institutions for achieving the SDG’s শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ৷ জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে নিউইয়র্ক সময় বিকেল ৪টা ৩০ মিনিট এবং ঢাকা সময় রাত ২টা ৩০ মিনিটে এটি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি-৪: জাতিসংঘে জার্মানির সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে জার্মানির চ্যান্সেলর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ। জাতিসংঘ সদর দফতরের ডেলিগেটস ডাইনিং রুম অ্যান্ড টিরেইসে নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬টা এবং ঢাকা সময় ভোর ৪টায় এটি অনুষ্ঠিত হবে।
কামরুল ইসলামের কর্মসূচি: জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
কৃষিমন্ত্রীর কর্মসূচি: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত কৃষি বিপ্লব ও জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক সেমিনার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক উপস্থিত থাকবেন।
বিএনপির কর্মসূচি: দুপুর ২টা ৩০ মিনিটে গুলশান চেয়ারপার্সন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল ৪টায় গুলশান হোটেল সিক্স সিজনস এ ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিল-সর্বোচ্চ আদালতের রায় লঙ্ঘন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোবাইল কোর্ট: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট টিম দুপুর পৌনে ২টায় রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করবে। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।