আট ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটে লাইনচ্যুত ট্রেন উদ্ধার

আট ঘণ্টা বন্ধ থাকার পর

আট ঘণ্টা বন্ধ থাকার পরজুমবাংলা ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক নামক এলাকায় তেলবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর বগীটি উদ্ধার করা হয়েছে। ফলে কিছুক্ষণের মধ্যেই ঢাকা-চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি মোগলবাজার রেলগেট এলাকায় লাইনচ্যুত হওয়ার পর ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি বা অন্য কোনো গন্তব্য থেকে সিলেটে ট্রেন প্রবেশ করেনি।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ওয়াগন লাইনচ্যুত হওয়ার কারণে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ট্রেনটি যাত্রা করতে পারেনি ও ঢাকা থেকে সিলেটের উদ্যেশ্যে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আসতে পারেনি। রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আশা করা যাচ্ছে সকাল ৯টার মধ্যে লাইনটি চালু করা সম্ভব হবে।

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ