আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে : শামীম ওসমান

ফাইল ছবি

জুমবাংলা ডেস্ক : ঈদের পর নতুন রূপে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এজন্য তিনি নতুন প্রজন্মকে পাশে থাকারও আহ্বান জানিয়েছেন।

বুধবার সন্ধ্যায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের ফ্যামিলি নাইট ও সাংবাদিক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে পরিষ্কার করার জন্য ঝাড় দেব। ছাত্ররাজনীতি যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার ঘরে ঘরে যাব। নারায়ণগঞ্জকে পরিষ্কার করে দিয়ে বলব- আসসালামু আলাইকুম। আপনারা থাকেন, আমি গেলাম।

“আমি আশা করি, বর্তমান প্রজন্মকে আমার পাশে পাব। নারায়ণগঞ্জকে ঠিক না করে দিয়ে আল্লাহ যাতে আমাকে না নেয়” যোগ করেন শামীম ওসমান।

তিনি বলেন, “পলিটিকস করতে এসেছি, নিজেকে বেচতে আসি নাই। কিছু কাজ করতে চাই নারায়ণগঞ্জের জন্য। এটা আমার দায়িত্ব।”

সাংবাদিকদের উদ্দেশে এই আওয়ামী লীগ নেতা বলেন, “আমার পক্ষে অবস্থান নেওয়ার দরকার নাই। সঠিকভাবে নারায়ণগঞ্জের পক্ষে থাকেন। আমি তো ভোটই করব না। আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর কিছু না পারেন নারায়ণগঞ্জের জন্য ১০টি সাংবাদিক দিয়ে যান যারা নিজেদের বেচা-কেনা করবে না।”

তিনি বলেন, “ব্যক্তিগতভাবে সাংবাদিকদের সঙ্গে আমি কখনো খারাপ ব্যবহার করিনি। কারণ আমি এটাতে বিশ্বাস করি না। একেক পত্রিকার একেক রকম নীতি। বর্তমানে নিউজ করছেন না, নিউজ বানাচ্ছেন। সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে নেন।”

নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ আলম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডান্ডি বার্তা পত্রিকার সম্পাদক মো. হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন, র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মেহিদী ইমরান সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহেল, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীসহ স্থানীয় পত্রিকার সম্পাদক ও তাদের পরিবারবর্গ।