জুমবাংলা ডেস্ক : পালিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহ আল শফি আনসারী। দেশে করোনাভাইরাসের কারণে সংকট শুরু হওয়ার পর এলাকার মানুষ ও সরকারকে কিছু না জানিয়েই তিনি আমেরিকা পালিয়ে যান। বিষয়টি স্থানীয় প্রশাসন থেকে মন্ত্রণালয়ে জানালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শফি আনসারী আমেরিকার নাগরিক।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল বাংলাদেশ থেকে আমেরিকার নাগরিকদের নিয়ে উড়াল দেয় একটি বিশেষ ফ্লাইট। যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে রহনপুর ইউপি চেয়ারম্যান শফি আনসারীও সেই ফ্লাইটে আমেরিকায় পাড়ি জমান। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান ডিসিকে জানান। ডিসি বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নজরে এনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। এরপর ২৩ এপ্রিল আরো কয়েকজন চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে শফি আনসারীকেও সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪)(জ) ধারার অপরাধে ওই ইউপি চেয়ারম্যানকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না এ মর্মে জবাবপত্র প্রাপ্তির আগামী ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, করোনা সংকট শুরু হওয়ার পর বিভিন্ন অভিযোগ এ পর্যন্ত স্থানীয় সরকারের ৩৫ জন ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


