Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে ডুবে সাদিয়া ও সামিয়া নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের একজনের বয়স ১০ বছর ও অপরজনের বয়স ৮ বছর।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোহাগপুর চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। তারা ওই গ্রামের সাদির মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে দুই বোনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুঁজির পর বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে তাদের জামা ও চুল দেখতে পায়। পরে তাদেরকে উদ্ধার করে আশুগঞ্জ মেডিল্যাব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।