জুমবাংলা ডেস্ক : চলতি মৌসুমে সবচেয়ে বেশি ইলিশের আমদানি হয়েছে সিরাজগঞ্জের বাজারগুলোতে। বিভিন্ন আকৃতির এসব ইলিশের দামও আগের তুলনায় অনেকটাই কম।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই সিরাজগঞ্জ শহরের প্রধান মাছ বিক্রির কেন্দ্র বড় বাজারে নানা আকৃতির ইলিশে সয়লাব হয়ে যায়। মাইকিং করে ইলিশ মাছ বিক্রি শুরু হলে ইলিশ মাছের আসক্ত মানুষজন দলে দলে বড় বাজারে ভিড় জমান। সবচেয়ে বড় ইলিশের ওজন ছিল আড়াই কেজি। যা বিক্রি হয়েছে ৫ হাজার টাকায়। অর্থাৎ প্রতি কেজি ২ হাজার টাকা।
খুচরা বাজারে মাছ বিক্রেতা সুজন ব্যাপারী জানান, এ মৌসুমের সবচেয়ে বেশি ইলিশ মাছের আমদানি আজকের বাজারে হয়েছে। শুধু তাই নয় আজকের বাজারে আড়াই কেজি ওজনের ইলিশ মাছ এসেছে। আড়াই কেজি ওজনের ইলিশ প্রতি কেজি দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন ৬শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ।
পাইকারি মাছ বিক্রেতারা জানান, বরিশাল, চট্টগ্রাম, চাঁদপুর থেকে মৌসুমের শুরু থেকেই সিরাজগঞ্জে ইলিশ মাছ আমদানি হয়েছে। তবে প্রথম দিকে দাম অনেকটা বেশি ছিল। বর্তমানে দাম কমে আসছে। আজকে সবচেয়ে বেশি ইলিশ আমদানির পাশাপাশি দাম কম হওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় বেড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।