জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দোষ স্বীকার করেছে আসামি আসাদুল হক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দোষ স্বীকার করেন তিনি।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
তিনি জানান, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আসাদুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী রঙমিস্ত্রি নবীরুল ইসলামকে আজ দুপুরে উসমানপুর এলাকা থেকে হাতুড়িসহ গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে হিলির কালীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আসাদুলকে।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে ইউএনও ওয়াহিদা খানমের বাসভবনে প্রবেশ করে দুর্বৃত্তরা ইউএনও ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে মারধর করে। সেসময় মেয়েকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাকেও আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওয়াহিদা খানমের অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।