ইজতেমা মাঠে ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে

ijtmy

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমায় ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানে খাসকামরায় এ বিয়ে সম্পন্ন হয়।

ijtmy

মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বাদ জোহর পর্যন্ত বিয়ের বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। শেষে তাঁদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদের অনুসারীরা।

ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু