জুমবাংলা ডেস্ক : বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ৬ষ্ঠ বর্ষের মহোৎসব সম্প্রতি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে বাংলাদেশের অন্যতম সেরা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর আয়োজন করে এ বাংলা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানানচর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত প্রতিযোগীদের নির্ধারণ করা হয়।
এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ভাষাবিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী পুরো প্রক্রিয়ার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রধান বিচারক হিসেবে বাংলাবিদে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, ভাষাবিদ তারিক মনজুর, বিশিষ্ট কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।
এছাড়াও অতিথি বিচারক হিসেবে বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক মহোৎসবে উপস্থিত ছিলেন।
মহোৎসব ও চূড়ান্তপর্বে চট্টগ্রামের অভিষেক দাশ সেরা বাংলাবিদ হবার গৌরব অর্জন করে এবং জিতে নেয় ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় স্থান অধিকারী ঢাকার রিফা তাসনিয়া পেয়েছে ৩ লক্ষ টাকা ও তৃতীয় স্থান অধিকারী চট্টগ্রামের রশ্মি তুলতুল চৌধুরী পেয়েছে ২ লক্ষ টাকার মেধাবৃত্তি।
এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগীর প্রত্যেকে পেয়েছে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
মহোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ডিরেক্টর জাহিদা ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি এবং তেহসিন চৌধুরী ইস্পাহানি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক ওমর হান্নান এবং চ্যানেল আই ও ইস্পাহানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং : গ্রাহক সেবায় এগিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel