আরিফ জেবতিক : একজন আমেরিকার ট্রাম্প, একজন কানাডার জাস্টিন ট্রুডো, আরেকজন বাংলাদেশের একজন এলেবেলে সাধারন লোক।
ট্রাম্প বলল, ‘ হে ঈশ্বর, আমার দেশের এই কালো-সাদা বর্ণবাদী ব্যাপার চূড়ান্তভাবে শেষ হবে কবে?’
ঈশ্বর বললেন, ‘আরো ১শ বছর লাগবে।’
ট্রাম্প হু হু করে কেঁদে ফেলল। বলল ‘আহা, আমার জীবদ্দশায় দেখে যেতে পারব না।’
এবার ট্রুডো বললেন, ‘ঈশ্বর, এই করোনা মরোনার ভাইরাস আমার দেশ থেকে নির্মূল হবে কবে?’
ঈশ্বর বললেন, ‘আরো পঞ্চাশ বছর লাগবে।’
ট্রুডো কেঁদে উঠলেন, ‘আহা, আমার জীবদ্দশায় দেখে যেতে পারব না।’
এবার বাংলাদেশের এলেবেলে লোকটি জিজ্ঞেস করল, ‘ঈশ্বর, ঐ গণস্বাস্থ্যের কিটের এপ্রুভাল কবে আসবে? রোগ তো পথে প্রান্তরে ছড়িয়ে গেল একেবারে।’
ঈশ্বর খানিক্ষন চুপ থাকলেন।
তারপর হাউমাউ করে কেঁদে উঠে বললেন, ‘ ওরে, ও তো মনে হচ্ছে আমার জীবদ্দশাতেই দেখে যেতে পারব না..।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।