Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুইটি আক্তার (৩০) ও খুকি আক্তার (২৫)।
শুক্রবার বিকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুইটি ওই গ্রামের মনির হোসেনের স্ত্রী ও খুকি সারোয়ার হোসেনের স্ত্রী।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, বাড়ির ওঠানে ধান সিদ্ধ করার সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হলে ওই দুই গৃহবধূ গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।