জুমবাংলা ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা এলাকা থেকে বুধবার রাতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ রাসেদ উদ্দিন ও শহিদুল ইসলামসহ দুই মা’দকসেবীকে ই’য়াবাসহ গ্রেফতার করেছে শরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ।
গৌরনদী মডেল থানার পরিদর্শক গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মা’দক আইনে মামলা করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করেন।
Advertisement
উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিল বলেন, বিষয়টি আমরা শুনেছি এবং পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।