Advertisement
জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে সরকারের খাদ্যবান্ধাব কর্মসূচি ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ এপ্রির) মধ্যরাতে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমেরহাট গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামজীবন ইউনিয়নের ডোমের হাট এলাকার মোস্তফা মাস্টারের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরের ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চালের বস্তাগুলো কে কোথা থেকে নিয়ে রেখেছে সে বিষয়ে তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।