জুমবাংলা ডেস্ক : নড়াইলের চিত্রা নদীতে ভাসমান অবস্থায় টিসিবির সিলযুক্ত কয়েক শ সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়েছে।

রবিবার শহরের রূপগঞ্জ পঙ্কবিলা খেয়াঘাটের কয়েকজন মাঝি তেলের বোতলগুলো উদ্ধার করেছেন।
ওই মাঝিদের একজন জানান, ভোরে নৌকা নিয়ে খেয়াঘাটে এলে নদীতে কয়েক শ খালি বোতল ভাসতে দেখি। প্রয়োজনের তাগিদে প্রায় ১০০ বোতল নৌকায় তুলে নেই।
উল্লেখ্য, গত কয়েক দিনে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল–জরিমানা করা হয়।
স্থানীয়দের ধারণা, পুলিশি তৎপরতার কারণে কালোবাজারের ব্যবসায়ীরা বোতল থেকে তেল বের করে ড্রাম ভর্তি করে বোতলগুলো নদীতে ফেলে দেন।
তবে, নদীতে টিসিবির সিলযুক্ত কয়েক শ সয়াবিন তেলের বোতল উদ্ধারের বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই।
সহকারী কমিশনার মো.জাহিদ হোসেন অবশ্য এ বিষয়ে বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


