জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নগদ টাকা লুট হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে পৌরসভার পশ্চিম চৈতরপাড়া এলাকায়। পুলিশ শনিবার ভোরে নিহতের ছেলেসহ চারজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। নিহত নাজমা বেগম (৫০) উপজেলার পশ্চিম চৈতরপাড়া এলাকার সৌদি প্রবাসী মোমেন মির্জার স্ত্রী। নিহতের ছেলে স্বপন মির্জা (২০) জানান, তারা তিন ভাই। বাবা ছাড়াও বড় দুই ভাই সুমন (৩০) এবং রিপনও (২৪) মালয়েশিয়া প্রবাসী। তিনি পাশের জেলা নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কলেজের ছাত্র। মায়ের সাথে তিনি বাড়িতে থাকতেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশে ধর্মীয় মাহফিল চলছিল। মাকে বলে তিনি ওয়াজ শুনতে চলে যান। মা তাকে রাত ৮টার মধ্যে চলে আসতে বলেন। তিনি আসলে মা যাবেন ওয়াজ শুনতে। তিনি পৌণে ৯টার দিকে ফিরে দেখেন ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে। মাথায় গুরুতর জখম। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। ঘরে ৯০ হাজার টাকা ছিল বলে দাবি তার। ওই টাকাও পাননি তিনি। কারা তার মাকে খুন করেছে তাও জানেন না।
পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, স্বপন মির্জা কয়েকজন বন্ধুকে নিয়ে বিকেলে বাড়ির ছাদে মাদকের পার্টি করে। সন্ধ্যার দিকে বন্ধুরা প্রাইভেটকারে করে চলে যায়। ওই সময় স্বপন তাদের কিছুটা পথ এগিয়ে দিয়ে আসে। পরে বাসায় ফিরে স্বপন ওয়াজ শুনতে গিয়েছিল। বাসায় টাকা থাকার বিষয়টি হয়তো কেউ জানতো। বাড়ি খালি থাকার সুযোগে ঘরে যায় ঢুকে টাকা লুটের সময় চিনে ফেলায় নাজমা বেগমকে মাথায় আঘাত করে পালিয়ে দুর্বৃত্ত।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াছমিন জানান, নাজমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। ঘরে থাকা ৯০ হাজার টাকাও পাওয়া যায়নি বলে তার ছেলে পুলিশকে জানিয়েছে। তাদের বাড়ির ছাদে বাংলা মদ ও বিয়ারের আলামত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলেসহ চারজনকে থানায় আনা হয়েছিল। তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।