জুমবাংলা ডেস্ক : রাঙামাটি শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। সাপটি দৈর্ঘ্য ৬ ফুট, ওজন আনুমানিক ১৫ কেজি। রবিউল হোসেন জানান, রাঙামাটি শহরে পুরাতন হাসপাতালে সামনে কবরস্থান থেকে বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় এই অজগরটি উদ্ধার করেছি।
উক্ত এলাকা মোঃ ইলিয়াছ জানান, মাগরিবের নামাজ পড়ার জন্য মাজারের মসজিদে গেলে ছোট বাচ্চাদের হৈ চৈ শুনতে পাই। পরে তাদের কাছ থেকে জানতে পারি কবরের ভিতরে একটি অজগর সাপ জালে আটকা পড়ে আছে।
এ সময় আমি, আবু তাহের, মোঃ ইলিয়াস, সবুজ, রবিউল, সুমনসহ আরো কয়েকজন সেখানে গিয়ে কবরের ভিতর থেকে সাপটি জীবিত উদ্ধার করি।
কলিমুল্লাহ জানান, সাপটি কবরের ভিতরে জালে আটকা পড়েছিল। আমরা সাপটিকে জীবিত উদ্ধার করেছি। ছয় ফুট দৈর্ঘ্যর সাপটির যাতে কোনো ক্ষতি না হয় সেভাবেই রাখা হয়েছে। বনবিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা এলেই সাপটি হস্তান্তর করবেন বলে তিনি জানান।
রিপোর্ট লেখা পর্যন্ত বন বিভাগের লোক এসে পৌছেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।