জুমবাংলা ডেস্ক : দেশের প্রথম করোনা আক্রান্ত সংসদ সদস্য করোনা যুদ্ধে বিজয়ী হয়েছেন। শনিবার (১৬ মে) নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার করোনা রিপোর্ট নেগেটিভ আসছে। তবে এখনো তিনি সংসদ সদস্যদের নির্ধারিত সরকারি বাসভবনেই রয়েছেন।

শহিদুজ্জামান সরকার বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ৩০ এপ্রিল তার শরীরে করোনার নমুনা সংগ্রহ করে। পরদিন ১ মে তাকে জানিয়ে দেওয়া হয় তিনি করোনা পজিটিভ। এতদিন তিনি ন্যাম ফ্ল্যাটের আইসোলেশনে ছিলেন।
করোনা রেজাল্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন তার একান্ত ব্যক্তিগত সহকারী পিএস নুরুল আবছার কাজল। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘আজ স্যারের করোনা নেগেটিভ রেজাল্ট আসছে। তবে এখনো স্যার ন্যাম ভবনেই আছেন। করোনা জয় করা এই আইন প্রণেতার বয়স ৬৫ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



