Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু
জাতীয় স্লাইডার

কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু

Soumo SakibJanuary 29, 20252 Mins Read
Advertisement

কর্মবিরতি প্রত্যাহারেরজুমবাংলা ডেস্ক : রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের কয়েকটি অঞ্চল থেকে শুরু হয় ট্রেন চলাচল।

কমলাপুর রেলওয়ের স্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ভোর থেকে আন্তঃনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনারবাংলাসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

এদিকে, রাজশাহীতে রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াও খুশি যাত্রীরা। তারা জানান, মঙ্গলবার ট্রেন না বন্ধ থাকায় অনেকেই স্টেশনেই রাত কাটিয়েছেন। আজ ট্রেন চলাচল শুরু না হলে বাড়ি যাওয়া সম্ভব হত না।

স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে সকল ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে।

অপরদিকে, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত মূল হোতা ‘সুমন আহম্মেদ’কে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় জিআরপি রাজশাহী থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ কমিশনার দপ্তর আরএমপি থেকে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রেলে ভ্রমণ করতে আসা যাত্রীরা চরম বিপাকে পড়েন। এ নিয়ে দেশের বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা।

এরপর মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে রেল কর্মকর্তা ও কর্মচারী কর্মবিরতি প্রত্যাহার করে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, আমাদের সমস্যা আগামীকালের (বুধবার) মধ্যে সমাধান করবেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে ধর্মঘট বাদ দিচ্ছি। কর্মবিরতি প্রত্যাহার করলাম। মিডিয়ার মাধ্যমে কর্মী ভাইদের বলতে চাই এটা। উপদেষ্টা বলেছেন, আগের মতো আমরা যা পেয়ে আসছি তা পাব।

‘তরুণেরা তাদের স্বপ্ন, উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় কর্মবিরতি চলাচল ট্রেন পর প্রত্যাহারের শুরু স্লাইডার
Related Posts
প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

December 16, 2025
হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা জানালেন তার ভাই

December 16, 2025
বিজয় দিবসে সশস্ত্র বাহিনী

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

December 16, 2025
Latest News
প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা

হাদির স্বাস্থের সর্বশেষ অবস্থা জানালেন তার ভাই

বিজয় দিবসে সশস্ত্র বাহিনী

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে উপস্থিত প্রধান উপদেষ্টা

দৃষ্টিনন্দন এয়ার শো

দৃষ্টিনন্দন এয়ার শো, দর্শনার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

হাদি

বর্তমানে হাদির স্বাস্থের অবস্থা কেমন? সিঙ্গাপুর থেকে জানালেন তার ভাই

প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

রেমিট্যান্স

ডিসেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩.৬ শতাংশ

পাঠ্যবই

জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

দলীয় শেষ কর্মসূচি

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

কটাক্ষের শিকার

শুভশ্রীকে কটাক্ষ, থানায় রাজ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.