নিহস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে হানিফ উদ্দিন (৫০) নামে এক কলেজশিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার হানিফ উদ্দিন প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষক এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশ জানায়, রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যা মামলায় তিনি ১১ নম্বর আসামি হিসেবে নামীয় রয়েছেন।
টঙ্গী পশ্চিম থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, “আজ সকালে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন শিক্ষক হানিফ উদ্দিনকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
তিনি আরও বলেন, “তাঁর বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে, পরে উত্তরা পশ্চিম থানা–পুলিশ আদালত প্রাঙ্গণ থেকেই তাঁকে গ্রেপ্তার দেখাবে।”
এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “ঘটনার সময় আমি কলেজের শ্রেণিকক্ষে ছিলাম। খবর পেয়ে বাইরে এসে দেখি, পুলিশ শিক্ষককে থানায় নিয়ে যাচ্ছে। পরে জানতে পারি, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় নাম রয়েছে।”
পুলিশের ভাষ্য, মামলাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।