নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বানার নদীতে ডুবে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—লিপি আক্তার (৪০) ও বিলকিস বেগম (২৫)।
শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বানার নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন নারী কৃষিজমির কচুরিপানা পরিষ্কার করতে নদীতে নামেন। এ সময় হঠাৎ নদীর গভীরে পড়ে চারজন ভেসে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরো একজন নারী নিখোঁজ থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর বিকেলে বিলকিস বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, “পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিলকিস বেগমের মরদেহ উদ্ধার করে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।