নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হলেন ঢাকা বারের আইনজীবী মো. আলীম আল রাজী জীবন। একই কমিটিতে সভাপতি হিসেবে আছেন এস.এম রবীন হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন মো. কামরুল ইসলাম।
৬৯ সদস্য বিশিষ্ট কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
এ ব্যাপারে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হলেন ঢাকা বারের আইনজীবী মো. আলীম আল রাজী জীবন বলেন, নিজের পেশার কারণে ঢাকায় থাকি। তবে নিজ এলাকা কালীগঞ্জের বাহিরে থাকলেও সব সময় মনটা পরে থাকতো এখানে। তাই স্থানীয় সাংসদ, আমার অভিভাবক সাবেক সফল প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আপা ভালবেসে আমাকে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক করেছেন। আমিও জীবনের বাকীটা সময় প্রিয় অভিভাবকের আশীর্বাদ পোষ্ট হয়ে থাকতে চাই। দোয়া চাই কালীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষের। আমি যেন প্রিয় নেত্রীর পাশে থেকে স্থানীয়দের সেবা করতে পারি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনা প্রবাসী সেফাতউল্লাহ সেফুদা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পবিত্র কোরআন সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে কথা বলছেন এবং কোরআনকে অবমাননা করেন, যা সমগ্র ইসলামী বিশ্বকে মারাত্মকভাবে আহত করছে। এছাড়াও সেফাতউল্লাহ সেফুদা একইভাবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লাইভে এসে কুরুচিপূর্ণ, অশ্লীল, আক্রমণাত্মক ও অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে এ বিষয়ে ওই বছরের ২৩ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে সেফাতউল্লাহ সেফুদার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্তমান আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা বারের আইনজীবী মো. আলীম আল রাজী জীবন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।