নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ শ্লোগানে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় দুই শতাধীক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জুন) দুপুরে আবুল খায়ের সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয় হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি সবুজায়নের লক্ষ্যে স্থানীয় আবুল খায়ের সিরামিক কারখানার অভ্যন্তরে ও শীতলক্ষ্যা নদীর তীরে তিন শতাধীক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকজামান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হকের হাতে ওই ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে আবুল খায়ের সিরামিক কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এন্ড ইনচার্জ মো. মর্তুজা মাহফুজ, একই বিভাগের সিনিয়র কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মো. আবুবকর সিদ্দিকী নয়ন, প্রনয় কুমার দাস উপস্থিত ছিলেন।
জানান গেছে, পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্যে আবুল খায়ের সিরামিক ফ্যাক্টরীর সবুজায়ন করার লক্ষ্যে এবং তরুণ প্রজন্মকে প্রকৃতির শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই শতাধীক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ও কারখানার অভ্যন্তরে ও শীতলক্ষ্যা নদীর তীরে তিন শতাধীক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।