নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাহাতাব উদ্দিন প্রমুখ।
মিটিংয়ে উপজেলার মাদকের ভয়াবহতা, অবৈধ লরি ও কৃষি জমির মাটিকাটা বন্ধ এবং গরু চুরি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, মসজিদের ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান উপজেলার নাগরী ইউনিয়নে মাটিন লুথার কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মার্টিন লুথার কলেজ চেয়ারম্যান নেলসন এন সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।