নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে পিঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার দায়ে দুই পিঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ বাজারে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক। এদের প্রত্যেককে ৫ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, কালীগঞ্জ বাজারে পিঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার একটি অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে কালীগঞ্জ বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় কালীগঞ্জ বাজারের মেসার্স আলভী ট্রেডার্সের সত্ত¡াধীকারী আজগর আলী ও হৃদয় ট্রেডার্সের সত্ত¡াধীকারী মোস্তাফিজুর রহমানকে জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক বলেন, সারা দেশে চলমান অস্থির পিঁয়াজের বাজার। আর এ সুযোগে কিছু পিঁয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বাজারে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।