নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: ‘‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থের বাংলাদেশ’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরের উপজেলা পরিষদ সভাপক্ষে বিদটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান।
জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচাললনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ মো. শহিদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আনিসুর রহমান, আনসার ব্যাটালিয়ান প্রশিক্ষক রাহাত হোসেন, বালীগাঁও উচ্চ বিদ্যালয়েল শিক্ষার্থী শাহদাৎ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত জাহান, সাংবাদিক আহাম্মদ আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।