নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও উদযাপন করছেন স্থানীয় খ্রিস্টধর্মালম্বীরা।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি গীর্জা পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো: জাবের সাদেক।
এ সময় মঠবাড়ি ধর্মপল্লীর খ্রিস্টান নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) মো. আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।
জানা গেছে, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিনকে সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন হিসেবে পালন করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।