নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর কচুরিপানার ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় পুরুষের মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠসংলগ্ন নদীপাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নদীর কচুরিপানার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে তারা। কাছে গিয়ে মানুষের হাড়গোড়ের মতো দেখতে পেয়ে দ্রুত বিষয়টি থানায় অবহিত করেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং নিশ্চিত হয় এটি একটি পুরুষের মানব কঙ্কাল। পরে টঙ্গী নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, “উদ্ধার করা কঙ্কালের শরীরের উপরের অংশে কোনো মাংস ছিল না, কেবল হাড় পাওয়া গেছে। নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় ধারণা করা হচ্ছে এটি পুরুষের কঙ্কাল। বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি প্রায় ১৫ থেকে ২০ দিন আগের। এটি সম্ভবত দূরবর্তী কোনো স্থান থেকে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেশের সকল থানায় বার্তা পাঠানো হচ্ছে।”
এদিকে, টঙ্গী নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, “আমরা কালীগঞ্জ থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।