Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-শাসিত কাশ্মীরে সব ল্যান্ড ফোন সেবা পুনরায় চালু করে দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
৫ আগস্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে মোবাইল ইন্টারনেটসহ বেশিরভাগ যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল। ওই দিন ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার সেখানকার সাংবিধানিক বিশেষ মর্যাদা তুলে নেয় এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়।
বিতর্কিত অঞ্চলটির প্রধান শহর শ্রীনগরে এক মাস বিচ্ছিন্ন থাকা মানুষজন পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য ল্যান্ড ফোন থাকা অফিস ও বাসাবাড়িতে ভিড় করছেন।
তবে সেলফোন ও ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়নি। খবর-ইউএনবি’র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



