Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের অবিলের বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এয়াকুব আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে। নিহত ব্যক্তি রণচন্ডি ইউনিয়নের বাচ্ছাউ মামুদের ছেলে।
রণচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রণচন্ডি ইউনিয়নের অবিলের বাজার গ্রামের বাচ্ছাউ মামুদের ছেলে এয়াকুব আলী বাজারে মাছ কিনতে আসেন। এসময় রাস্তা পার হতে গিয়ে জলঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু ট্রাকটির চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।