জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে জিআই তার দিয়ে নেয়া বিদুত লাইনে জড়িয়ে বুধবার চাচি ও ভাতিজা নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
বেলা পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পূর্ব ভরাটি গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব ভরাটি গ্রামের নজরুল মিয়ার ছেলে ইব্রাহীম রাসেল (২৮) ও একই গ্রামের মজলু মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৪৯)। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, বেলা পৌনে ১১টার দিকে পূর্ব ভরাটি গ্রামে বাড়ির পাশ দিয়ে টানানো জিআই তারের বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যান ইব্রাহীম রাসেল। এ সময় চাচি নাজমা আক্তার তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে, বলেন ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।