কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে ৪০ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। গ্রীষ্মকালীন অবকাশ, শবে কদর, বুদ্ধ পূর্ণিমা ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি শেষ হবে জুন মাসের ১৩ তারিখে। তবে ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ জুন থেকে যথারীতি অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, গ্রীষ্মকালীন অবকাশ হিসেবে ৫ থেকে ৯ মে এবং শবে কদর, বুদ্ধ পূর্ণিমা ও ঈদুল ফিতর উপলক্ষে ২ জুন থেকে ১৩ জুন প্রশাসনিক ছুটি চলবে।
এদিকে আবাসিক হলগুলো খোলা রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের জুমবাংলাকে জানিয়েছেন, ‘ছুটির মধ্যেও বেশকিছু বিভাগের ক্লাস ও পরীক্ষা চলবে। সেই বিবেচনায় এসব শিক্ষার্থীদের জন্য অফিস চলাকালীন সময় (৩০ মে) পর্যন্ত হল খোলা রাখা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।