Advertisement
জুমবাংলা ডেস্ক: দেশের অন্যান্য অঞ্চলের মতো কুমিল্লাতেও ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ আকার ধারণ করেছে। খবর ইউএনবি’র।
সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী বলেন, হাসপাতালে ডেঙ্গুসহ অন্যান্য রোগীর সংখ্যা বাড়ায় তার অনেক চাপে রয়েছেন।
তিনি বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় অন্য রোগীরা বেশ সমস্যায় পড়ছেন।
তবে বেশিরভাগ ডেঙ্গু রোগী স্থিতিশীল থাকায় চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন ডা. স্বপন কুমার।
তিনি জানান, জেলার বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডা. কুমার বলেন, তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগ এখন পর্যন্ত ৪০০ জনের রক্তের নমুনা পরীক্ষা করে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।