জুমবাংলা ডেস্ক : কোটা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে বলে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলন কারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাইনা।’
শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
এসময় কোটা সংস্কার আন্দোলনে আটক হওয়া সব সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দেওয়ারও নির্দেশ দেন তিনি।
কোটাবিরোধী আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।’
এসময় তিনি বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় স্কিম বাতিলেরও ঘোষণা দেন।
শিক্ষার্থীদের সঙ্গে বসতে নানকসহ ৩ নেতাকে দায়িত্ব দিয়েছে আ.লীগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।