স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বোমা ফাটানোর পর থেকে আর প্রেস কনফারেন্সে দেখা যাচ্ছে না ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিকে। শোনা যাচ্ছে বিসিসিআই বনাম কোহলি বিতর্ক যাতে আর না বাড়ে- সে জন্যই নাকি কোহলি এর পর থেকে সাংবাদিকদের এড়িয়ে যাচ্ছেন। অবশ্য ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ মজার উত্তর দিয়েছেন।
সম্প্রতি কোহলি-গাঙ্গুলি বিতর্কে ঢুকে পড়েছেন ভারতের জাতীয় দলের নির্বাচক চেতন শর্মা। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির পাশে দাঁড়িয়ে চেতন যা বলেছেন তাতে এটাই প্রমাণিত হয় যে কোহলি ভুল মন্তব্য করেছিলেন।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে আজ রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসেছিলেন দ্রাবিড়। সেখানে কোহলির সাংবাদিকদের এড়িয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি এক গাল হেসে বলেন, ‘ব্যাপারটা কিন্তু মোটেও সে রকম নয়।’
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের আগে কোহলি সংবাদ সম্মেলন এড়িয়ে গিয়েছিলেন। এমনকি সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের উড়িয়ে ১১৩ রানে জিতলেও, সহ-অধিনায়ক রাহুলকে পাঠানো হয়। দ্রাবিড় ব্যাখ্যা করে বলেন, ‘সংবাদ সম্মেলনের পুরো ব্যাপারটা বিসিসিআইয়ের মিডিয়া টিম পরিচালনা করে।
তারাই আমাকে বলেছে যে কোহলি তার শততম টেস্ট খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে আসবে। সেটা কোহলি এবং আপনাদের সবার কাছে বড় ব্যাপার। তখনই তাকে যাবতীয় প্রশ্ন করে নেবেন। এর বাইরে অন্য কোনো কারণ আছে বলে তো আমার জানা নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।