জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতেও দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতা মালি, ঢুলি, মুচিসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। খবর ইউএনবি’র।
তবে লোকসমাগম নয়, গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন তিনি। সোমবার গভীর রাতে উপজেলা প্রশাসনের সহোযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান এবং ৫ নং ইউপি চেয়ারম্যান।
সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুচিপাড়া গ্রাম থেকে শুরু করে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতা মালি, মুচি ও ঢুলিসহ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল,তেল, আলুসহ হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।