জুমবাংলা ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে নিখোঁজ রয়েছেন দুজন। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), দক্ষিণ গিদারি গ্রামের মৃত আইজল মুন্সির স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও সাজু মিয়ার মেয়ে শান্তনা খাতুন (১০)।
নিখোঁজ দুজন হলেন- দক্ষিণ গিদারি গ্রামের মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)।
গিদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ইদু এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে গিদারি ইউনিয়নের নয়া গ্রাম থেকে ৫০ জন কৃষি শ্রমিক নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। এতে পাঁচজন নিখোঁজ হন।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের বখতিয়ার উদ্দিন জানান, নিখোঁজদের সন্ধানে রংপুর থেকে আসা ডুবুরি দল কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

জুমবাংলা ডেস্ক: গাইবান্ধা সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে নিখোঁজ রয়েছেন দুজন। খবর ইউএনবি’র।

