আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা বুধবার গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখন্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা রাতে এ হামলা চালায়। খবর এএফপি’র।
ফিলিস্তিন ভূখন্ডের প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেন, স্থানীয় সময় রাত আড়াইটার পরপরই ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে আজ রাতে ইসরাইলে চালানো রকেট হামলার জবাবে আইডিএফ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে হামাসের একটি রকেট কারখানায় এবং সামরিক স্থাপনায় হামলা চালায়।
এর আগে, সামরিক বাহিনীর এক মুখপাত্র এএফপি’কে বলেন, গাজা থেকে ছোড়া রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে একটি ফাঁকা মাঠে আঘাত হানে।
এ রকেট হামলায় ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানুয়ারির পর থেকে এই প্রথমবারের মতো ফিলিস্তিন ভূখন্ড থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।