নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল নামের এক ইউপি চেয়ারম্যানের মাথা ফাটানোর ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে উচ্চসুরে কথা বলায় ওই রেস্তোরা ওই ইউপি চেয়ারম্যানের মাথা ফাটায়। তবে মালিকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও গ্রেফতার হয়েছে ওই রেস্তোরার দুই কর্মচারী।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে গাজীপুর কস্তরী রেস্তারায় এ ঘটনা ঘটে।
আহত বীর মুক্তিযোদ্ধা গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। অন্যদিকে, অভিযুক্ত রোস্তারা মালিক সেলিম মিয়া (৫০) শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. ছামাদের ছেলে। আর গ্রেফতারকৃতরা হলো মিন্টু (৪২) ও রানা (৪০)। তারা ওই রেস্তোরার কর্মচারী।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহমেদ জানান, চেয়ারম্যারকে মারধরের ঘটনায় রেস্তোরা মালিক সেলিমের বিরুদ্ধে মামলা হয়েছে।
চেয়ারম্যানের ভাতিজা নাজমুল সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন দুলাল প্রতিবেশীকে নিয়ে হোটেল কস্তুরীতে সকালের নাস্তা করতে আসেন। এ সময় চেয়ারম্যান তাঁর মুঠোফোন রিসিভ করে একটু উচ্চস্বরে কথা বলেন। এতে হোটেল মালিক সেলিম মিয়া রাগান্তিত হয়ে হোটেলের ভেতর ফোন করতে নিষেধ করেন। এ নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম মিয়া চেয়ারম্যানের উপর হামলা করে তাঁর মাথা ফাটিয়ে দেয়। পরে চেয়ারম্যানকে আহত অবস্থায় প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় রেস্তোরা মালিকের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় অভিযোগ দিয়েছি বলেও জানান তিনি।
রাস্তার পাশে খোলা দোকানে গাড়ী থেকে চোরাই তেল ক্রয় করছি তারা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।