গাজীপুরে কারখানায় আগুন

গাজীপুরে কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরে কারখানায় আগুন

রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় এ আগুনের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, গাজীপুরের সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজেন্দ্রপুরের বিকেবাড়ি এলাকার বনিটো বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় ভোর ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

গৃহকর্মী হত্যার অভিযোগে উত্তাল বনশ্রী